মোমবাতিগুলোর তখনও জ্বলবার ক্ষমতা ছিল
আরও অনেকক্ষণ জিইয়ে রাখা যেত
সারা বছর ধরে অপেক্ষায় থাকা সাধের এই দিনটাকে-
তবু, তোমাদের হাততালি আর উচ্ছ্বাসে
এবারও, ফুঁ দিয়ে নিভিয়ে ফেললাম
ফুরিয়ে যাওয়ার অনেক আগেই;
আর, সঙ্গে সঙ্গে
ফুরিয়ে গেল আমার জন্মদিনের মিষ্টি দিনটাও!
হয়তো, যাবো বলেই দিন আসে  
আর, থাকবে না বলেই; চলে যায় দিন
শুধু, পঁচিশে বৈশাখ
আসেও না-যায়ও না
তাকে চলে যেতে দেওয়া যায় না  
রেখে দিতে হয় বুকের মাঝে-বছরভর...