এক জায়গায় বসতে জানে না কবিতা  
শুধু, চলে বেড়ায় পথে পথে…  
সে পথ কখনো পুরোনো
কখনো বা, হাল ফ্যাশানের নতুন
আবার, কখনো বা অন্য কোনো ভিন্ন ধারায়
ধারা পাল্টায়; কবিতা নয়
যুগে যুগে অনাদি অনন্তের পথে
পথ চলে সে পরিব্রাজকের মতো
কোনো পূর্ব নির্দিষ্ট অভিমুখে নয়
চলা তার শুধু , চলার আনন্দে...