ভালোবাসায় শর্ত নয়।
আনুগত্য শর্তময়।
আমি চেয়েছি ভালবাসতে-
তোমার ভরসা আনুগত্যে।
দিনরাত শুধু চলে
মধুরতাহীন গরলে।
ভালোবাসার সুখী গৃহকোণে
নিভৃত নিরজনে-
দুজনেই পরস্পরে
শুধুই দোষারোপ করে-  
চাওয়া যদি হয় পৃথক
পাওয়াটা কি হবে এক?
ভয়ে ভক্তি, ভক্তিতেই ভালোবাসা-
তাইতো, দুজনার আশা
চলে পাশাপাশি সমান্তরাল
দুটো রেললাইনের মতো চিরকাল-
পাশাপাশি সারাজীবনের মতো-
অমিল আর বিচ্ছিন্নতায় শৃঙ্খলিত।