গত কাল আমার। কালো গত আমার। বিবর্ণ সাদায়-বর্তমান।    
আমার জীবনের সব রঙ নিয়ে রামধনুকে রঙিন করলো-স্বার্থপর নীল আকাশ।
বুকের সব জলটুকু এক চুমুকে শুষে নিলো হিংসুটে পৃথিবীটাও।
আজ-আমি সব হারিয়ে নিঃস্ব;  
কারো মুখে একফোঁটা জল-কারো চোখে একটুকরো রঙিন স্বপ্ন-তুলে দিতে অপারগ।  
সব হারানোর জমাট যন্ত্রণায় ক্ষত-বিক্ষত আমার দেহ। ছিঁড়ে খুঁড়ে পেঁজা তুলোর মতো-
এখন আমি  শুধুই বিগত-রঙহীন-সাদা-নিষ্ফল–নির্জল।
উদ্ভ্রান্তের মতো-শুধু ঘুরে বেড়াই, সারা আকাশ জুড়ে – এদিক থেকে ওদিক।  
এখন আমি বেশ বুঝতে পারি,বুকের কতটা যন্ত্রণা-একটা পুরুষ হাতিকে উন্মাদ করে তোলে!    
আমার মতো সেও শুধু খুঁজেই বেড়ায়,কোনোদিন পাবে না কাউকে-নিশ্চিতভাবে জেনেও!