পায়ে পায়ে মাড়িয়ে চললে
ঘাসের বুকেও ব্যথা বাজে
তার কুঁকড়ে যাওয়া মলিন শরীরে
লেখা থাকে সে সব কথা।
অনাদর-অবহেলা-ভালোবাসা; সেও বোঝে!        
তাইতো ফুটবলের উচ্ছ্বাসে! দুরন্ত যৌবনের সঙ্গে  
পাল্লা দিয়ে ছোটে সবুজ ঘাসের দল;
আনন্দে মাখামাখি করে মাঠের এ মাথা থেকে ও মাথা!  

তোমার ছোঁয়ায়-
কখনো অত্যাচারের নিপীড়ন  
কখনো বা সোহাগের আদর;  
ফারাকটা বুঝে যায়... আমার শরীর