( কবিতাটি প্রিয় কবি ও আলোচক রহমান মুজিবকে উৎসর্গ করলাম)


আজকাল তুমি না বড্ড বোর কর
বড় একঘেয়ে! প্রথম লাইনেই ধরে নিই শেষটা  
কথায় কোন টুইস্ট নেই ! বড্ড সাদামাটা
একটু বিচিত্রতা
একটু আধটু পারমুটেসান কম্বিনেসানে
সাধারণও অসাধারণ হয়ে ধরা দেয়!  
প্রকাশের রকমফেরে চেনাকেও অচেনা-
আনন্দ, কোন মাটির ঢেলা নয়  
যে হাত বাড়ালেই পাওয়া যাবে!
তবে, ওই মাটির ঢেলাটাকেই
একটু, অন্য ছাঁচে গড়ে নিতে পারলেই-  
নতুন মূর্তি; নতুনের স্বাদ!    
স্বাগতম ক্লেরিহিউ!
এখন থেকে আমি তোমার সুরে গলা মেলাব।