শহর ছেড়ে বেড়িয়ে
কোলাহল সব ছাড়িয়ে
হয়তো তোমায় হারিয়ে
আছি একা দাড়িয়ে
সাগরে পাড়ে রিসোর্টের বারান্দায়ে
মন  হারিয়েছে অনেক দুরে
কোনো এক অজানাতে
মেঘের নীল নীলিমার
সীমহীন সীমানাতে
মেঘে ঢাকা আকাশ
বৃষ্টি আসবে মাতাল বাতাস
আকাশ ও সাগরের নীল জলরাশি
মেখেছে মায়াবী ক্যানভাসে হয়ে বিলাসী
যেখানে নেই কোনো সীমারেখা
মিশে যাই আমি হয়ে একরোখা
গভীর কোনো এক মিষ্টি মায়ায়
বেকুল এ মন পাগলা হাওয়ায়
সাগরে পাড়ে রিসোর্টের বারান্দায়ে