সময় চলে যায় সময় এর পথে
থেমে থাকেনা সে চলেনা কারো মতে
চলার পথে বুনে যায় স্মৃতির মায়াজাল
গড়ে যায় অতীত বর্তমানে অদৃশ্য এক দেয়াল
কিছু স্মৃতি থাকে সুখের কিছু বা দুঃখের
স্মৃতি শুধু পোড়া ক্ষত শুন্য এ বুকের

এইতো জীবন যেন এক ডায়েরী
আদ্যোপান্ত ধূসর তার বাকিটা খয়েরী
যতই লিখি তাতে রংপেন্সিলে
রঙ্গিন হয় না সে থাকে স্বপ্নিলে
জীবন পাতার লেখক তিনি একজন
তিনিই লিখছেন সব শুরু করেছেন যখন
আজব লেখনি দুঃখের বিস্তরে সুখের আচড় অল্প
দুঃখের আবহনে সুখ বিহনে লিখা
এই নিয়ে জীবনের গল্প।