আমি মানুষ আমি নারী,
রক্ত মাংসের গড়া শরীর।
আমি স্বাধীন আমি সতন্ত্র
নই যে কাহারো অধীন,
হাজারো স্বপ্ন আশা নিয়ে বেঁচে থাকা
নয় তো কোনো বাধায় বাঁধা।
কেনোই বা পরাধীনতার শৃঙ্খল
না হয় সেকেলের শিখলে,
বা হয়তো হেঁশেলে।