সূর্যটা লজ্জায় মুখ ঢাকে আমার কথা ভেবে ;
ঘরকন্না সামলে চাঁদটা এসে সহমর্মিতা জানায়
কখনো শেষ রাতে ,
কখনোবা ভর সন্ধ্যায় ,
কখনো উন্মুক্ত সাজে ,
কখনোবা ঢাকা পর্দায় ;
একটা রাত
অনন্ত সময় !
আমার দরজায় কলিংবেল ,
দোকানে ঝোলানো বোর্ডে
- ধার চাহিয়া লজ্জা দিবেন না ,
ফেলো কড়ি মাখো তেল ।
ঠিক তখনই
রোজকার নরক যন্ত্রণা শেষে
তুমি মহাপ্রস্থানের পথে ,
ফিরতে না চাওয়ার গল্প ;
তোমার হাতের মুঠোয় স্বর্গসুখ ,
যে স্বর্গ রচনা হয়েছে আমাকে আবর্ত করে ।
    শেষ ধাপ পেরোনোর পর
        আকাশের কালো রঙ ফিঁকে
    ফিরতে না চাওয়ার গল্প ভুলে
          তুমি এখন নরকের দিকে ...