নারী মানে পণ্য ভোগের ,
এই ধারনায় বদ্ধমূল
হয়ে , তোরা করে চলিস্
আমার উপর চরম ভুল ।


যখন যেটা ইচ্ছে তোদের ,
জোর করে তা চাপিয়ে দিস্ ;
চাহিদাটা করতে পূরণ
আমার গতর নিঙড়ে নিস্ ।


সারাটা দিন হাজার সেবা ,
নেইকো উপায় একটু ভুল ;
পান থেকে চুন খসলে পড়েই
আমি তখন চক্ষুশূল ।


প্রতিরাতেই খেলতে নামা ,
বিছ্না তখন খেলার মাঠ ;
আগে পিছে , উপর নীচে ,
বাৎসায়নের হাজার পাঠ ।


প্রথম প্রথম মেঝেয় খেলা ,
ঘণ্টাখানেক তেল মালিশ ;
শেষ রাতেতে ঘুমিয়ে কাদা ,
আমি তখন পাশ বালিশ ।


শরীরটা আজ বড্ড খারাপ ,
গতরখানা টাটিয়ে বিষ ;
হে ভগবান ! আজকে রাতে
একটু আমায় রেহাই দিস্ ।


এতো করে বুঝিয়ে তোদের
তাও যদি না বুঝতে চাস্ ;
করবো বিনাশ কালী হয়ে ,
রইবে পড়ে তোদের লাশ ।


মুণ্ডমালা গলায় পরে
বসন বিনা লজ্জাহীন ;
পুরুষ বিহীন ভূবন জুড়ে
শুরু হবে নারীর দিন ...