আহা কি সুন্দর ভেতরটা বাহিরটা পুড়ে যায়
বৈশাখী আগুন দাউদাউ কেন যখন তখন
চাতক বুঝেনা অসময় ডেকে পাবে না বৃষ্টিকে
আপন থাকে না আপনার কাছে কাল বেলা এলে
দুরন্ত দুর্দিন সুদিনের পথ ভুলে বসে থাকে
রাতের ভাবনা ছোটে সূর্যমুখী ফুল ফোটাবার
সুবর্ণ সোহাগ খুঁজে মরে চাঁদ জ্যোস্না সুপ্রভাত
এসব চাইনা মাধবী লতার নিদাগ ছোঁয়ায়
আকাশ বাতাস দিক হীন দিশাহারা হয়ে যাক
সদর রাস্তার গলিমুখে শূন্য বুকে ক্লান্ত চোখে
আত্মচিৎকারে খই ফোটা সাত তারা দেখে দেখে
ঝাঝর সময় কাটতে চায় না গুটিশুটি হাত
আসর জমিয়ে বসে ভুলে যায় কাবিনে কি লেখা
জল উদাসী একা কী করতে পারে নাশকতা ছাড়া।
আত্ম অহংয়ে সহসা নিধনে জানাতে পারেনা কাউকেও সে যে
এমন দুর্দশা কুরে খায় স্মৃতির মগজ যত
রক্ত চক্র ঘুরপাক খায় দিবস রজনী জুড়ে
হৃদয় নামক বৃক্ষ চির সত্য আদি অন্তে নিত্য।