একটা কবিতা খসড়া করে রেখেছি সেই কবে
সময় হয় না ওটাকে ঠিক করার
কত কাজ সকাল থেকে মধ্যরাত অব্দি
করে যাচ্ছি সময় পাইনে খসড়া কবিতাটিকে নিয়ে বসার
আজ বসি কাল বসি তবু বসাটা হয় না
এমনি করেই চারটি দশক চলে গেছে
আর যাবার বাকিইবা আছে কদিন
ফিরে যাবার সময় এখন খুবই কাছে
খসড়া কবিতা খসড়া রেখেই চলে যেতে হবে
দুঃখ নেই এতে দুঃখ নেই
খসড়া তো রেখে যেতে পেরেছি।