পাহাড়ে নয় সাগর চূড়া
নদীর তীর বসত ভিটা
এসব কিছু কি দরকার
রোদের ভিড়ে খুঁজে বেড়াই
সকাল থেকে রাত অবধি
অমূল্য সেই স্বপ্ন রতন
পাবার আছে পেতেই হবে
আজ না হয় কালকে পাবো
মাধবী রাত প্রভাত হলে
মিলবে দেখা অবলীলায়
শীতল বায়ূ ছুটবে ধেয়ে
প্রশান্তি এসে বলবে কথা
এক জীবনে আর কি চাই
বিদায় বেলা বিদায় নাই।