যাই ফিরে যাই

যাই ফিরে যাই
কবি
প্রকাশনী জাগ্রত সাহিত্য পরিষদ
প্রচ্ছদ শিল্পী রীনা তালুকদার (দ্বিতীয় প্রকাশ)
স্বত্ব শেখ বাবলী হক
সর্বশেষ সংস্করণ ১৯৮৯ ও ২০১৫
বিক্রয় মূল্য ১৮০/-

সংক্ষিপ্ত বর্ণনা

দ্বিতীয় কাব্যগ্রন্থ৤ ১ম প্রকাশ ১৯৮৯ ৤ দ্বিতীয় প্রকাশ - ২০১৫

ভূমিকা

যাই ফিরে যাই ছিল তৃতীয় কাব্যগ্রন্থ। এটি তার ১৯৮৯ সালে প্রকাশিত পল্লীমা প্রকাশনী থেকে প্রকাশিত ৪১টি কবিতা সমন্বয়ে কাব্যগ্রন্থ। বইটি উৎসর্গ করা হয়েছে কবি ইমরান নূরকে। যাওয়া অনেক রকম আছে, যাওয়া যায় বিভিন্ন অর্থে। কিন্তু কবি এটা কোন অর্থে যাবার কথা বলেছেন ? যাই ফিরে যাই। কোনদিকে যেতে গিয়ে কবি ফিরে গেলেন; আবার কোন পথে ফিরে আসলেন। সে পথটা কোথায়, কেমন সে পথ। কবির জীবন জগতের সাথে এই ফিরে যাবার সম্পর্ক কী ? দেখা যাক একই শিরোনামের কবিতাটি -

যাই ফিরে যাই জানি না কোথায় কোন দিকে
দুরদেশ বন বনানী থাক পড়ে থাক
গোপীবাগ আজিমপুর ফকিরাপুল ছেড়ে
তারপর চামেলীবাগ সিদ্ধেশ্বরীর কথা
মনে নেই কত যে দুর শাহজাহানপুর
থেকে সেই ফফিরাপুল এসে আবার দেখি
অবিকল সবই আছে নেই জীবন নদী
রাগে ক্ষোভে আরামবাগ এই আরামবাগ
আছে আমি আছি জানি না কোথায় কোন দিকে
যাই ফিরে যাই শেকড়ে মেছের শাহ শুয়ে
আছে যে মাটিতে শায়খ ফরিদ নামে কোন
লোক ছিল কিনা যেখানে সেখানে যেতে চাই
যাওয়া হবে কি হবে না জানি না এই আমি
সেই আমি হবো শপথ আমার বললাম
যাই ফিরে যাই ভুবনেশ্বরের তীরে যাই
মনোবনহীন স্বাগত বনানী সূর্যোদয়।

এই বইটি দ্বিতীয় সংস্করণ করা হয় ২০১৫ সালে। দ্বিতীয় সংস্করণটি উৎসর্গ করা হয় কবি হাবীবুল্লাহ সিরাজীকে। জাগ্রত সাহিত্য পরিষদ থেকে বইটি প্রকাশ করা হয়। এই কবি জাহাঙ্গীর হাবীবউল্লাহকে উৎসর্গ করার সিদ্ধান্ত হলো। কিন্তু চমৎকার সাহস বইর ডামি থেকে কপি পেষ্ট করে এই বইটি মেকাপ দেয়াতে উৎসর্গটি কবি হাবীবুল্লাহ সিরাজীই থেকে গেলো। সুতরাং আবারো সেই পরম বন্ধু কবি হাবীবুল্লাহ সিরাজীর বন্ধুত্বই ফুটে উঠলো। তারপর ঠিক হলো পরবর্তী প্রকাশিত বই কবি জাহাঙ্গীর হাবীবউল্লাহকেই উৎসর্গ করা হবে। কারণ বইটি যার কাছে খুঁজে পাওয়া গেলো সেই তো প্রকৃত বন্ধু।

উৎসর্গ

কবি হাবীবুল্লাহ সিরাজীকে (২য় প্রকাশ)

কবিতা

এখানে যাই ফিরে যাই বইয়ের ৪৩টি কবিতা পাবেন।

   
সার্চ করুন
শিরোনাম
মন্তব্য
১০