পাঁচটা বাজে বাজে
অপেক্ষা তৃষ্ণাজলে
হাবুডুবু খায় নিত্যানন্দ
বুঝেনা বনবীথি
পাগলা হাওয়ার
ঘর বসতি দেখতে ক্যামন
ভাললাগার নলেন গুড়ের
শীত সকালে মুড়ির মজায়
ভুলে থাকে ঝগড়া ঝাটি
কাছে এসে হারিয়ে যাবার
অনেক কথা বলতে চায় নিজে নিজেই
অদেখা আর থাকে না দেখা হয় সবই
এ এক নির্মম আকর্ষণ সৃষ্টি থেকে অনাসৃষ্টি
যুদ্ধ যুদ্ধ অনিবার্য ভেতরে বাইরে
দুঃখ জয়ী নামতা পাঠের
আয়োজন কুরে কুরে খায়
স্মৃতি নামক বৃক্ষের মগডাল
নির্মুক্তি নেই এখানে আর
যতদিন আছি থাকতে হবেই
প্রিয় অপ্রিয় প্রহর যাপন
কত যে আপন নয় তা চিরায়ত গোপন।