মস্তান নগরী ঢাকায় এখন আমরা
কে কেমন আছি তার কথা জেনে কি হবে?
বেঁচে তো এখনো আছি সেই বড় কথা


মসলিন নগরী নয় তিলোত্তমাও নয়
ঢাক ধ্বনি আজান শুনি মসজিদ নগরী
ঢাকা এখন মস্তান নগরী তারই ছবি
ছাপছে দৈনিক কাগজের পাতা ভরে
জানি না এমনটা কেন হলো আজ


কেউ কেউ বেশ জোরে বলছে কাঁপিয়ে গলা
বাঁচতে হলে আগে মস্তান ঠেকাও
তার নাকি আর কোন বিকল্প নেই।


কথাটা মিথ্যে নয় তবে কথা আছে
কে ঠেকাবে কার মস্তান সাহস কোথায়
ঘরে বাইরে সদর রাস্তায় সবখানে
মস্তানের দৌঁড় ঝাপ লুটপাট
বাধাহীন চলছে তো চলছেই
সেই আওয়াজ ভীষণ কাওয়াজ করছে
কার এমন দায় পড়েছে মস্তান ঠেকাও।