লিখি না তবু লিখতে হয় লিখতে চাইনে
লেখালেখির জগত মোটেই ভালো লাগে না
কি করে বাঁচি কি নিয়ে থাকি কোথায় কখন
এক যুগ তারপর দুই বছর পর এই
এই বাংলা বাজারে আবারতো ফিরে
আসতে হলো, এলাম আমি সঙ্গে পুরনো
অনেকেই এলো আতাউল, জাহাঙ্গীরও
তাদের ভেতর আছে. বেশ ভালোইতো আছে
প্রাণ উজাড় গানে মুখর তারা খুব খুশি
পেছনের কোন কথা কোন গান অভিযান
স্মৃতির স্বদেশ দেখার ভাবনা থেকে দূরে
বেশ দূরে এখন সবাই যার যার মতো
লিখে না তবু লিখতে হয় লেখা হয়ে যায়
কেন যে জানি না সেই না জানার দূরদেশ
মেঘের নৌকায় ঘুরে ঘুরে চলে কথা বলে
মোহ ছুট মানস নদীতে এখন জোয়ার
বলতে বলতে বলির পাহাড় দু’হাত বাড়িয়েছে
একথার ষোল আনা সত্য আজ জেনে নিও।