শরৎ গিয়ে আসে হেমন্ত অনিবার্য
এক অতিথি প্রাণ সজনী চারদিকে
সহসা পাল্টে যায় বৃক্ষের রূপচর্চা
নদীর ঢেউ ছোবল হানা বাদ দিয়ে
ফণা নামিয়ে ধীরে চলার গান গায়
ধান কাউন গন্ধ ছড়ায় আল পথ জুড়ে
কিষাণী ব্যস্ত উঠোনে আসা ধান সোনা
গোলায় নিতে কপালে ঘাম ঝরে পড়ে
খেয়াল নেই সেদিকে কাজ শুধু কাজ
সারা বছর এমন ব্যস্ত হতো যদি
আনন্দে আত্ম হারার ধ্বনি শোনা যেতো
এ গাঁও আর ও গাঁও ছেড়ে বহুদূরে
নবান্ন প্রতি ঘরের মাঝে সন্ধ্যা সাঁঝে
উল্লাসে ফেটে পড়তো হাসি খুশী যত।