ভুল ভালবাসার স্বর্গীয় প্রহর কোথায়
ভাগ্যকুল ভাঙ্গার ডাইনী মেয়ে পদ্মার হিংস্র
থাবায় নেশায় ভিটে মাটি আজকে বিলীন
পালাতে পালাতে পালাবার সুদীর্ঘ রজনী
প্রভাতের খুবই কাছে এখন কোনো দিকে আর
যাবার নেই পা বাড়াবার পথ নেই
আছে অসীমার চার চক্ষু জুড়ে অন্ধকার
জীবনের কৌশল ঘুরে ফিরে ব্যর্থ আবার
ভুলের হৃদয় দেশে জ্বলছে সখের চিতা
অক্ষমতার স্বীকারোক্তি করে কি লাভ?
বলে না কেউ সবাই জানে বুঝে গেছে
নিকটজনেরা বাকি সবাই জানবে কাল
সুখ তবু সুখের নিবাস কেন ছাড়তে চায় না ?
সেই কথা কাজের খেলায় নিশিদিন জেগে থাকা।