মিশ্র মনের মগডালে লটকানো ঘুড়ি
তুফানী হাওয়া ছুটে এসে বলে চলো যাই
আগের মতন সেই দূর দিগন্তে উড়ি
মাতাল হবার আশা খোয়া গেছে হই নাই
এইতো মনের যাদু ঘরে চুপ চাপ নদী
বহে না কহে না কোন কথা শুধু মরে যাই
পুরনো অসুখ নড়ে চড়ে ওঠে সাবধান
আজকে পালাবার নেই কোন ঠাঁই।