শীত সময় পেরিয়ে যাবার বিষয় নিয়ে
বড় ব্যস্ত থাকতে হয় না এখন আর
কখন আসে কখন যায় খবর রাখার
ভাবনা থেকে অনেক দূরে ঘর সংসার
এভাবে সেভাবে চলে রাত্রিদিন
কাগজী জীবন সহসাই ছিটকে পড়ছে
এখানে রোদ বৃষ্টির খেলা থমকে দাঁড়ায়
অবাক হয় আকাশনীলা অতীত গৌরবে
শীত কাতর বন বনানী খুঁজে ফিরে ভোর
সাত সতেরো ভাব কল্পনা সদরে বিদূরে
যোগ বিয়োগ ভাগ গুণের নিয়ম মাফিক
নিত্য অনিত্য বায়ুকলের বাজনা বাজায়।