সূর্য লড়াই চারদিকে
এখন ভয়ের শহরে দাঁড়িয়ে আছি
খাপছাড়া এক হিমালয় পাদদেশ
ছেড়ে নীচে নেমে যেতে চাই


আর কোনদিন ভুলেও কখনো
এই পথে এই বারিধারার শীতল ছোঁয়া
খুঁজতে যাবোনা, দেখবো না
ঝরণা ঝরার মতিগতি


পাহাড় ভেঙ্গে পড়ার বিকট শব্দ শোনার
সাধ নেই, লোকালয় ছেড়ে
পলাতক পালিয়ে গেছে সুদূর দূরে
জনবলে তাকে ফিরিয়ে আনার কথা
আজকে না হয় থাক পরে দেখা যাবে


সবাই সুখের সীমানার কাছাকাছি
হাজির হবার বড়বেশী বাকি নেই
তবু কেন ভালোবাসা খোয়ানোর লড়াই চলছে
দিনরাত সেই কবে থেকে।