যে জীবন মুখ ফিরিয়ে দাঁড়িয়ে আছে, সেই জীবনের কথা মনে পড়লে
ছায়াভুক অন্ধকার আমাকে জড়িয়ে ধরে প্রবল তৃষ্ণায় —
এ আমার কোন জলজ্যান্ত মিথ্যাচার নয়
কোন সুখানুভূতি তাড়িত কথা নয়।
গ্রামের পথে হাঁটতে হাঁটতে আমার এক বন্ধু প্রশ্ন করেছিলো আমায়।
আমি অকপট বলেছিলাম – সায়নী আমার অনন্ত তৃষ্ণা।
জানিস আমাদের উৎসের আলোক বিন্দুটা আজও আছে, একই ভাবে দীপ্যমান।
যে ঠোঁট ভালোবাসা বলেছে তাকে কি কখনও অপূর্ণ রাখা যায়?
আজ বুঝি কত কিছু পূর্ণ হলে তবেই সম্পূর্ণ হয় একটা জীবন।
মুষল বারিধারায় একই ছাতার তলায় আমাদের কেটেছে অনেক সময়
শীতের রাতে হাতে হাত ঘষে নিয়েছি উত্তাপ।
সায়নীর প্রতি আমার এই আকর্ষন তোকে অস্বীকার করতে পারিনা।
অপার্থিব গোধূলির আলোয় মাখামাখি ছিল আমাদের সোনালী বাসনা।
এ বাসনা পূর্ণ পরিচিতির কেউ নয়,
এ বাসনা রুদ্ধ অপর্যাপ্ত, পেয়েও কিছুতেই না পাওয়া...