জরাগ্রস্ত চাঁদের মত উজ্জ্বলতা হারিয়ে
সারারাত ভেসে গেছে তার মহাসময়, সংসর্গ।
তার ছেড়ে যাওয়া পথের দুধারে গজিয়ে ওঠে ঘাস।
স্বপ্নেভেজা সবুজ প্রান্তরে থমকে থাকে বিরহী মেঘ।
পায়ে পায়ে লেগে থাকা মলিন ধুলা,
কলহ বিবাদ— বৃষ্টি মুছে দেবে সব দাগ।
প্রিয় মানুষটির ভিটে ছাড়বার দুঃখে
হাড়ি চড়েনি দুদিন।
নিঃশব্দ চোখের জলে কান্নারঙে সন্ধ্যে নামে।
আমি লক্ষ্য করি প্রায়শই
মানুষের ভিতর প্রকৃত মানুষের মৃত্যু হলে—
সাড়া শরীর জুড়ে জাগে শোক আর বিষাদের অভিমান।
আমি অনেক কাছ থেকে দেখি মাটির বুকে মিশে যাওয়া
অন্তিম অপেক্ষার অপরুপ চিত্রকল্প নির্মাণ।
এ যেন অন্ধকার থেকে সবর্ণগন্ধ ফুলের অপরুপ নিষ্ক্রমণ।
বেঁচে থাকার অভিপ্রায় নিয়ে শুরু হয় তার
পথচলা কবিতার সাথে...
কবির সাথে...