একদিন তুমিও তো বলেছিলে বাঁচতে হলে
বাঁচার মত বাঁচো—
অচেনা পাখীর ঠোঁটে উড়িয়ে নিয়ে নতুন সম্ভবনা।
গাছের ছায়ায় জমে থাকা অন্ধকার ওলট পালট করে দেয় জীবন।
কামগন্ধী জ্যোৎস্না, কল্লোলিত হাওয়া মেঘমুক্ত আকাশ
তোমার উদ্ভাসকে দ্রবীভূত করে।
তুমি আমার আবাল্য তরুশাখা যাকে আমি
আমার ভেতর কুসুমিত হতে দেখলাম।
প্রতিটি ঋতুর সৌভাগ্যের সাথে তোমার ভাবনায় মিশে থাকা
আত্মাভিমান-
তুমি কি দেখ নি শেষ কোন ছায়াপথে মেঘ করেছিলো?
আমি তাকিয়ে থাকি আমার প্রেয়সীর দিকে
যার দীপ্তির মধ্যে ঘনিয়ে আসে অপরিমেয় অন্ধকার।
অবাক চোখে দেখো হারিয়ে যাওয়া প্রথম প্রেম,
ভেঙে চুরে যাওয়া ব্যর্থতা, হেরে যাওয়ার গ্লানি আর
মনকেমনের সারি সারি মুখ।
উথাল-পাথাল দিশাহীন হেঁটে যাওয়া বেদানার্ত পৃথিবী’পরে
ম্রিয়মান অনাহুত মানুষের মত...