আজীবন তার বাসনাকে বুকে নিয়ে সদা চঞ্চল
মানুষের মত বেঁচে থাকব পৃথিবীতে।
সবুজকে বাঁচিয়ে রাখে চিরবসন্তের সম্ভবনা।
নৈঃশব্দ্য আর কোলাহলের মাঝে আমি শিখে নিই জীবনযাপনের প্রবাহ।
মানুষের খুব কাছে গেলে হৃদয় পুড়ে যায়,
নদীর জল যেমন পাড় ভাঙে, মন ভাঙে ঢেউ
এ তোমার কেমন ভালোবাসা, নিঃস্বতা নাকি নির্মাণ?
কোন পাড়ে দাঁড়িয়ে আছো তুমি ?
মেঘ আর বৃষ্টি হাতের মুঠোয় নিয়ে তুমি ফেরালে ভালোবাসার অভিমুখ।
পৃথিবীর সব ভালোবাসা মেখে একসাথে পথ চলার ছিল শপথ।
তবে কার জন্য আমি মাঠে ছড়ায় মুঠো মুঠো ভোর।
তবে কার জন্য ভোর আমার চোখের জানালা খোলে।
তবে কার জন্য আমার বুকের পাঁজরে জ্বলে ওঠে দাউ দাউ আগুন।
কেন মরণ কাঁপন জাগে শোনিত রক্তের প্রবাহে?
কেন তুমি জড়িয়ে থাকো রিপুর মত আমার দেহে।
আমি তুলে রাখি আমার হৃদয়ের অলিন্দে প্রনয়ীর প্রেম।
তুমি উচ্চারণ কর কৃষ্ণনাম
আর তোমার নীরবতার দীর্ঘশ্বাস ছুঁয়ে থাকে আমার উঠোন...