হেমন্তের এই পাতাঝরা বিকেলে
তোমার কথা মনে হলে মনে পড়ে
বসন্ত কেবিনের কথা—
গরম চায়ের কাঁপে ওম নিতে নিতে মনে হয়
একটা অস্থিরতা ছুঁয়ে আছে আমাকে।
অনুরাগ আর স্বপ্ন সুখস্মৃতি, আর তোমার বন্ধন মুক্ত
যৌবনের গাঢ় উপস্থিতি।
তোমাকে দেখি আর ভাবি বন্ধুত্বের কোন বয়স হয়না।
তাহলে লোকে কেন ছিঃ ছিঃ করে
চল্লিশ পেরিয়ে ভালোবাসা মানে পাপ।
গড়িয়ে নামছে সন্ধ্যা কলেজ স্ট্রিটের মোড়ে।
ট্রামে চাপতে চাপতে চারিদিকটা দেখি
বয়সের ভারে নুজ্ব ট্রাম ঘর্ঘর শব্দ তুলে চলে সামনের দিকে।
আর আমি ভাবি সায়নী তোমার হৃদয়ের পরিমাপ
কি দিয়ে মাপব আমি যা দিয়েছ আমার জীবন জুড়ে...