যে আলোটুকু দিতে চেয়েছিলে...
অনিশ্চয়তা জেনেও ছুঁতে চেয়েছিলাম সেই আলো।
আমার উপমাবিহীন জীবনে স্থিরচিত্র হয়ে ঝুলে আছে।
এর কোন ব্যাখ্যা নাই তোমার কাছে।
পারিপার্শ্বিক মেঘ কুয়াশা প্রবেশ করছে দুরাগত বাতাসের সাথে।
তুমি যেখানেই যাও দিনকে সঙ্গে নাও আলো চাই বলে।
হেঁটে গেলে একাকী নিজস্ব বিকালের পথে
আমাকে ফেলে গেলে পরিচয়হীন নীরব কোলাহলে।
আমি ভুলে যেতে চাই –
অনন্ত স্মৃতির তলে থেকে যাওয়া অজস্র বসন্তকথা।
তোমার খোলা পিঠে আঁকা বৃষ্টিভেজা অরণ্যের ছবি।
তোমার থাকা আর না থাকার মাঝখানে কাঠফাটা দুপুরের
রক্তেরাঙা বৃষ্টি বসন্তের জন্মদাগ।।