ভুলতে পারি না আমার মধ্যে থেকে যাওয়া
একটি শ্রাবন বিকেল। মনের যত ক্ষোভ, দ্রোহ,
অভিমান, মৃত্যুশোক জেগে ওঠে বিপুল প্রবাহে।
আবছা বেরিয়ে আসো তুমি...
কোলকাতা থেকে দুরে বীরভুমের লালমাটির গ্রামে
জেনেছি তোমায় অলীক বিরহ দিনে, বিষাদের বর্ণমালায়।
জেনেছি তোমায় এক মেঘলা বিকালের দমকা হাওয়ায়
যেন হেসে লুটিয়ে পড়া দেবদারু গাছ।
বাকলের নীচে ক্ষত জর্জর পুরনো প্রেম।
দাবদাহের দিকে তুমিই টেনে আনো আমায় চৈত্রের উদাস উপবনে।
অঙ্গার জ্বেলে দহন নির্মাণ করো, জন্ম নেয় নতুন যৌন প্রেম।
তুমিই আমার ক্ষুধা হও, আমার সুধা হও।
পূজার থালায় সাজাও ভালোবাসার নৈবেদ্য।
রোজদিন ক্লান্তিদিন উড়ান শেষে সোহাগে ভরো মন।
নতুন যৌন বন্ধুত্ব আর পুরনো প্রেমের মাঝে তুমি দেখো
মেঘ ছায়ার খেলা। মেপে নাও কতটা ঘনত্ব হলে
জীবনের গূঢ় ভালোবাসায় লেপটে থাকে একটি শ্রাবণ বিকাল...