লালমাটির গ্রাম তোমার আমার হৃদয়ে বর্ণমালা হয়ে বসে আছে।
যে দিকে তাকাই দেখি রাঙামাটির গ্রামছাড়া পথ।
হেঁটে গেছি অজয়ের চরে ...
দু‘একটা বসন্তের স্মৃতি রেখে আসি বনের ভেতর,
গাছে গাছে প্রশয় রয়েছে বলে হাওয়ার দোলা লেগে
তোমার গায়ের গন্ধ বয়ে যায় আজও অজয়ের জলে।
এখনও কি মনে পড়ে সেই সব যাপন কথা,
যা ছিল তোমার আমার একান্ত অজ্ঞাত।
হারিয়ে ফেলেছি তা বহুযুগ পরে, মরচে পড়া গল্পের মত।
তোমার মত বুদ্ধিদীপ্ত ছিলাম না বলে তোমার পালকের
উপর আমি প্রতিস্থাপন করতে পারি নি নিজেকে।
তোমার উৎক্ষেপণ জুড়ে ঘুরপাক খায় আমার শুকনো ছায়া কথা।
একথা জানে তোমাকে ঘিরে থাকা চারিপাশে তোমার ফোটন কণারা।
গ্রামে গেলে সেই সব ফোটন কণারা ঘিরে ধরে আমায়।
এ সব আমাকে আর স্পর্শ করে না
তাদের মনে সযন্তে লালিত সন্দেহের বীজ।
আড়ষ্ট সময়ের সাথে আজও প্রবাহিত তাদের মনে
তোমার আমার ভালোবাসার মিথ।