মনে মনে ভাবা যায় অনেক কিছু
তোমার সমস্ত চিন্তাটায় মনে মনে
নিজেকে নিয়ে নিজেই চিন্তা করো —
কি বলবে লোকে কি বলবে না
শুধু এই কথাটা ভেবে দুরে যাও সরে
দগ্ধ হও সংসার জ্বালায়।
নিরানন্দ ব্যস্ততার ভেতর একাকী
কাটিয়ে দাও সময়গুলো, ব্যথিত প্রহরগুলো —
কেন বলছি? আমি বেঁচে উঠি রোজ তোমার মধ্যে।
আর তোমার সঙ্গে থেকে যাওয়া আমার প্রত্যেকটা দিন।
প্রানহীন শব্দহীন ভয়ার্ত নগরে তোমাকে দেখি মৌন অবিচল।
সম্পর্কের গাঢ় উচ্চারণ, সূর্যাস্তের প্রিয় বিষণ্ণতায়
কেটে যায় জীবনের কিছুটা সময়।
একরাশ উচ্চাকাঙ্ক্ষা নিয়ে ক্রমশ নিজের মধ্যে ফেরো
নিজের স্বপ্নের তীরে বসে গুনতে থাকো ব্যর্থতার ঢেউ...