এ জীবনে যতখানি প্রেমের কবিতা লিখেছি, ততখানি চেয়েছি এক সম্পর্ক।
দিনের পর দিন তোমার সঙ্গে আলাপ, তোমার মন খুঁজে নেয় সম্পর্ক।
হৃদয়ের আদান প্রদানে মন মেপে নেয় নিজের ভুমির সীমানা।
এই শেষ বয়সে সম্পর্ক কতদুর নিয়ে যায়?
তোমার তীব্র চাহনির মেঘরঙা কাজল, মুচকি হাসির টোল পড়া গাল।
নিখুত শাড়ীর নিপাট ভাঁজে চৌত্রিশ সাইজের বুক।
আমার প্রেমিক মন ঘুরপাক খায় সেই সৌন্দর্যে।
প্রেমিক বুকে কতটা ভালোবাসা সঞ্চিত হলে ঠোঁটে ঠোঁট রাখা যায়?
তোমার শৈশব, কিশোর, যৌবন সব ফিরে আসে প্রণয়ের স্নিগ্ধ স্পর্শে।
নীরব জীবনে আর একা মনে হয় না।
তোমার শরীরের জোয়ার, তোমার সহবাস
সবকিছু বেঁধে দেয় এক নিগূঢ় নিয়মে।
শ্রবণ আসে ফিরে বারবার, ভিজতে ইচ্ছে করে মন যতক্ষণ চায়।
প্রেমিকের হাত ধরে শারদীয়ার বাজার করতে কত না সুখ!
ধর্মতলার মোড়ে ঝেপে বৃষ্টি এলে আমার মাথার উপর
প্রথম আঁচল তুমিই দিলে।
হাঁটতে হাঁটতে আমরা ভজহরিতে লাঞ্চ সারলাম। তারপর অফিস।
বাইরে তখন চুপচাপ বৃষ্টি পড়ছে, তোমার হৃদয় সংকেত দেয়
মানুষ বেঁচে থাকে তার সম্পর্কে...