কেটে যাবে এই দীর্ঘস্থায়ী গাঢ় অন্ধকার।
সময়ের সাথে কোন কিছু স্থায়ী নয়
এ পৃথিবী’পরে।
অপরূপ সৃষ্টির মাঝে চলে বিবর্তন।
জন্ম নেয় হরিদ্রা বনের পাশে
আর এক শফেদার বন।
কেবল সুন্দর তুমি—
সুন্দরের মৃত্যু নেই কোনদিন জানি।
এ উদাসী হৃদয় কেবল জেগে থাকে
সুন্দরের সন্ধানে।
বয়ে যায় অবিরল হাওয়ায় আবর্তিত অভিযান।
অবশ্য হারিয়ে যাব আমি একদিন-
একদিন মুছে যাবে সবকিছু হেমন্তের ঝড়ে।
এমনও তো হতে পারে
তুমিই আমার অতিরিক্ত পচ্ছন্দ সুন্দরের মাঝে।
হতে পারে, তুমি এসে খুলে দেবে
আমার সমস্ত অহং আর অলঙ্কার...
অতীতপুরমের মেঘ এসে ভাসিয়ে দেবে
এই দ্রোহকাল।
আকণ্ঠ তুলে দেব লহরীর পর লহরী।
কণ্ঠবর্ণ রাত্রির নিবিড়।
জড়াব ছড়াব
ত্রাসে ও বিন্যাসে।
ঠোঁট ঠিক কতটা গাঢ় হলে তুমি আসবে
কাউকে না বলে।
জীবন হারিয়ে যায়
রূপ এসে ঝরে যায় সময়ের সাথে
হারায় সর্বস্ব জানি অন্তিম প্রহরে।
তবুও সুন্দর থাকে সুন্দরের পাশে।
থেকে যাবে প্রেম আর প্রীতি-ভালোবাসা
পৃথিবীতে বহুদিন – চিরদিন আমাদের পরে।