সংশয়হীন হতে পারে নি তোমার মন
প্রশ্ন জেগেছে মনে –
গোলাপের রঙ কতটা তীব্র হলে
তোমার ঠোঁটের পেলবতা ফুটে ওঠে।
অনুবাদ করেছি তোমার শরীর, সুচনা করেছি প্রেমের।
নানা প্রশ্ন ফুটে উঠেছিলো মনে
তোমার ঠোঁটে যতটা রেখেছি ঠোঁট
তার চেয়ে অধিক রেখেছি অবাক প্রত্যয়।
এ কথা তো ঠিক ফেরাও নি কখনও আমায়
তোমার বাহুতে ছিল স্বেচ্ছা আকর্ষণ।
গভীর আশ্লেষে নিয়েছ টেনে
শিথিল হয় তোমার বুকের আঁচল
খসে পড়ে অন্তর্বাস।
নইলে দীর্ঘায়িত হয় প্রণয়ের এই রাত।
চাঁদ ঢলে পড়ে পশ্চিম আকাশে
ধ্রুবতারা জেগে আছে-
হাজারও রাত জেগে থাকব আমি তোমার প্রনয়ে।


প্রলয়ের ঝড় উঠে যদি উঠুক নিন্দুকের মনে।
শুনি আমি কানে অকথ্য শ্রবন, আমার সংসারে।
দুর্নাম ছড়ানোর আগে ব্যর্থতা কুড়িয়েছি আমি ঘরময়।
বহুরাতের অখণ্ডতায় আবেদন ছিল, ছিল অনুনয়।
বর্ণহীন হয়েছি আমি, বহুবার চর্চিত তোমার আছে।
প্রশ্ন রাখো আমার কাছে—
তোমার আগে ও পরে আমি ভালবেসেছি
তাহলে তোমার মুল্য কতটুকু আমার কাছে?
বিচ্ছেদ ও প্রবঞ্চনায় কি তোমার উঠোন ভরে করে থই থই?
আমার জরাগ্রস্ত অভিমানে ভরা কবিতার ঘর সংসার।
কেউ না জানুক আমি তো জানি
উচ্ছিষ্ট প্রণয়ের পাপ গন্ধে প্রকাশিত নই আমি
আমি প্রকাশিত তোমার বুকের স্পন্দনে।