কথা দিয়েছিলে তুমি আসবে
শ্রাবনের ঝির ঝিরে বৃষ্টির দিনে
ছাতা মাথায় আমি দাঁড়িয়েছিলাম ষ্টেশন চত্বরে।
গিজ গিজে মানুষের ভিড়ে
সারাক্ষণ প্রশ্নহীন আমি দাঁড়িয়ে থাকি পথের কোলাহলে,
কোথাও কি গেছে চলে তোমার জীবনের কুসুম সময়।
কি কারনে কোন মায়াজালে বুনে চলো তুমি অদৃষ্টের ভঙ্গুর দেওয়াল।
প্রেম চিরন্তন ভেবে—
দুর্লভ উদ্ভিদের জ্যোতির নীচে
দেখি তোমার চেরিফলের গোলাপী গাল
স্পর্শে অনুভব করি রাত্রির স্নিগ্ধতায় জীবনের উত্তাপ।
দেখছো কি তুমি তোমার বুকের প্রবাহের ওপর জলের ঢেউ  স্তিমিত
হতাশার হাতছানিতে তুমি ম্রিয়মাণ
শুধু তাকিয়ে দেখো ঈষদুষ্ণ জলাশয়ের উজ্জ্বলতার নীচে
তোমার অতীত ভাবনায় মিশে থাকা আত্মাভিমান...