জীবনের কাছে অবসম্ভাবি এই হেরে যাওয়া
মেনে নিতে পারো নি সে ভাবে
পালানোর পথকে আগলে রেখে, বন্ধনহীন হতে পারো নি কোনোদিন।
দূর যাপনে যার বসবাস, অচেনা তাকে হতে হয় নিজের কাছে।
একার মধ্যে একা যে থাকে তাকে আমি কি বলব
সূর্যের ঘ্রাণ নিয়ে সে বাঁচতে জানে না। কল্প কথায় তার মরণ বাঁচন।
অচেনা হয়েছে সে নিজের কাছে।
ক্ষয়ে যাওয়া চাঁদের মত তার কথার সংসার।
অথচ আমি জানি কি ভীষণ ভালোবাসে সে আমায়।
ভালোবাসা ছাড়া বুঝি উপায় ছিল না।
অফুরন্ত বৃষ্টিরধারা এক সময় তির তির বয়ে যায়
স্নায়ু বীজ, নাভির অতল।
মনের গহন থেমে গেলে বিষণ্ণ আকাশের দিকে অপলক চেয়ে থাকো।
তোমার চেনা লড়াইয়ের পথটা যেন এক গোলকধাঁধার পৃথিবী।
একদিন হারিয়ে যাবে সূর্যাস্তের গানে, সেদিন না থাকবে প্রান, না থাকবে
একমুঠো ভালোবাসার বার্তা।তখন ঋজু রেখা বরাবর সরলরেখায়
উড়তে দেখি ক্ষমাসুন্দর ছাই অনন্ত হাওয়ায়..