ভেতরে তোমার তিল তিল জমানো ব্যাথা
এখন পাতার উপর লিখতে বসেছি
তোমার পরাজিত জীবনের অনেক আত্মকথা।
বিনিদ্র রাত...
কিছুই তো প্রত্যাশা রাখো নি মনে,
তবু অভ্যেশবশত শান্তিবিধৌত সুখের সঙ্গমে
হৃদয়ের সঙ্গে হৃদয় করো বিনিময়।
তুমিও তো রক্তমাংসের নারী
যদিও কমেছে উর্বরতা জরায়ুর তবুও রয়েছে জৈবিক টান।
নিখুত সাজের কার স্বপ্নে ও জাগরনে, সম্পর্কের গভীরে...
প্রচার সর্বস্ব যাপনে তুমি সঁপে দিতে পারো নি জীবন।
প্রকৃতিকে একদিন দিতে হবে তার দাম।
তোমার চোখ টানে দুরের বাতাস, ভুলে সব পুরনো জন্মের দাগ।
তবুও কেন তোমার মনে অশনি সংকেত
তুমি কি চেয়েছিলে কিছু সুমহান শোক,
সুগভীর কিছু ছায়া জমা থাক জীবনে...