প্রতিদিন দুরন্ত সঙ্গমের মত হারিয়ে যাবে
হারিয়ে যাবে বলেই এসেছিলে জীবনে।
শব্দের শিকড় ভেঙে লিখে রাখি বুকের সংলাপ —
জীবনের নিজস্ব নির্মাণ চেয়ে জেগে থাকি সারারাত।
জেগে ওঠে তোমার লালমাটির গ্রাম।।
কতকাল পর তোমার স্মৃতিগুলো অচেনা লাগে।
তোমার আমার সম্পর্ক নিয়ে যারা কানাকানি করেছিলো
সেইসব দুঃখকথা অবিচার হয়ে আমার বুকে জমেছে প্রতিদিন।
আমি বয়ে বেড়িয়েছি জমে থাকা সেই সব শ্মাশান শোক।
বুকের ভেতর শ্মাশান শোক এলে তাতে আগুন দিতে হয়।
কে দেবে আগুন?
অফুরান কবিতা বুকে নিয়ে, জীবন শেষ হয়ে এলে
মিশে যাবো আমি পৃথিবীর ধুলিকনায়।
সেইসব অমর দুঃখগুলো পুড়ে ছাই হয়ে ছড়িয়ে যাবে বাতাসে।
এও কি ছিল আমার সীমাহীন অপেক্ষার মুহূর্ত ভূল?