কি আর চেয়েছি বলো তোমার কাছে
একখণ্ড ভালোবাসার স্বপ্ন কুটির।
দেখি সম্পর্কের মায়াজালে জড়িত তোমার অবয়বখানি
এ তোমার কোন পূর্বপুরুষের ছায়া?
পরাজয় আর অনিশ্চয়তার হাতে ধরা পড়া সম্পর্ক ভাঙনের ভয়।
যে সম্পর্ক ফিরে আসে না অদূরে বয়ে যাওয়া নদীটির কাছে।
সেই জলে দেখি আজও পড়ে আছে তোমার বিষণ্ণ ছায়া।
এ সব তোমার অতীত জন্ম কথা – নদী জানে,
আমাদের উদ্দীপনা আর উৎসব মুখর শহর জানে।
তোমার তৃষ্ণা জমেছে চিন্তার ফাঁকে
কখনও টের পেয়েছো কি?
আমি পড়ি তোমার ব্যাগের ভিতর লুকিয়ে আনা
শ্রাবন মেঘের আত্মজীবনী।
দ্যাখো ঝুল বারান্দায় দাঁড়িয়ে একা
এক টুকরো ধান ভাঙা রোদ খেলা করে তোমার উঠোনে
কৃষ্ণচূড়া গাছটির নীচে।
নীরবে বাজে বৃন্দাবনি বাঁশিটি...