একবার ভাবো, বারবার ভাবো
তোমার নিজের বোধে তুমি কত অসহায়।
এমন করে আর কতদূর হেঁটে যাবে...
এমন কোন সরলরেখা পথ নেই যার পাশে থাকবে না
কোন অনাবশ্যক অপেক্ষা।
ভ্রান্তিবিলাস নিয়ে আর কত জীবন কাটাবে।
ফিরে এসো একফালি অন্ধকার ঠেলে কার্নিশের শেষ প্রান্তে।
যে ভাবে গাছের বাকল খসে বৈশাখী ঝড়ে।
বাজের মাথায় ব্যথা জমে জমে নীল হয়।
তাহলে বিকেলের মত মাথা নিচু করে একা কেন থাকো?
সৌদামিনী মেঘে যেমন থাকে অবিরাম বৃষ্টি
তোমার সেই ভীরু চউনিতে আছে আমাকে স্বীকার
করার অঙ্গীকারের আনুগত্য।
ভ্রমর যেমন প্রান ঢেলে নাচ তোলে ফুলের পরাগে।
তুমিও তো তাই ধীরে ধীরে সাঁতার কেটে কাছে আসো
চোখে চোখ রেখে ঠোঁটে ঠোঁট রেখে দাও সহজ চুম্বন।
আমি দেখি তোমার স্খলিত বুকের ক্লিভেজে অরণ্যের মর্মর ধ্বনি।
ভিজে যাওয়া কালো এলো চুলে রাত নেমে আসে
তোমার শরীরের নোনতা ঘামের গন্ধে
আজও মনে তোমাকে পাওয়ার বাসনা জেগে ওঠে...