দীপাবলীর আলো জ্বালাও,দীপাবলীর আলো ।
অন্যায়,অশুভ যত ঘুঁচুক মনের কালো।
আলোর মতই ঝলমলে হোক বিশ্ব-চরাচর।
আপন হয়ে উঠুক সবায়,কেউ নয়কো পর।
কাউকে তুমি টানবে কাছে,ঠেলবে কাউকে দূরে,
এমন যেন ভেদ থাকেনা মনের অন্তঃপুরে।
পিদিম জ্বালাও ঘর-দুয়ারে,পিদিম জ্বালাও মনে।
মুক্ত মনের বাতাস উঠুক আজ এই মহাক্ষনে।
জ্বলে উঠুক ঘরে-বাইরে দীপাবলীর মালা।
আগুনে পুড়ুক অভব্যতা,অভাব,দুঃখ-জ্বালা।
মিষ্টি-মিঠাই ভাগ করে খাও সবায় মিলে-মিশে।
লক্ষ্মী দেখে ক্ষেত ভ’রে দেন ধানের শীষে-শীষে।
মেলবন্ধন মন্ত্র হয়ে গড়ুক নতুন জগৎ ।
হাসিমুখে মর্যাদা দাও সবায় সবার মত।
এক সুরেতে ঐকতানে আমরা যেন বলি –
শুধু একদিন নয়,প্রতিদিনই হোক না দীপাবলী!
------