অজ্ঞতার-আঁধারকে ভয করো!
ভয় করো প্রতারক দাজ্জালের ফেতনাকে!
তবে, সত্যকে সত্য বলে মেনে নিলে
মিলে যাবে আলোকিত মসৃণ পথ-
যে পথে টিকবে না অন্ধকার।


শেষ সীমার অরণ্যে করি বসবাস!
মর্ত্যের জীবনে অসত্যকে ভালোবেসে
নিরন্তর করে যাই শুধু স্বর্গের চাষ!
যেখানে আবাদ হয় লোভ-মোহ-বিদ্বেষ!
অক্টোপাসের মত খামচে ধরে মিথ্যে অহম!
চাকচিক্য দিয়ে করে ঈমানের সর্বনাশ!


যদিও জেনে গেছি, জীবন অতি ঠুনকো!
তবু, নিত্য সকাল-সাঁঝে দুর্নীতি করে গ্রাস!
শয়তানের কাছে আত্মা বেচে, শেষে হই লাশ!