জন্মের পর থেকে দেখিয়াছি কষ্ট!
ক্ষুধার তাড়নায়! হয়ে গেছি নষ্ট!
দোষে-নির্দোষে দিয়েছি নাকে খত
বুক পেতে নিবো কত দুঃখ স্রোত।


মাসে মাসে হয়েছে কত যে রোগ!
যন্ত্রণায় করেছি কত যে অভিযোগ,
তবুও দাওনি কেউ কোন অভিমত,
বুক পেতে নিবো কত দুঃখ স্রোত।


শিখিনি লেখাপড়া করেছি অপরাধ,
অমঙ্গল করার তরে পেতেছি ফাঁদ!
পখে পথে কেটেছে কত শীত-রোদ
বুক পেতে নিবো কত দুঃখ স্রোত।


সমাজে পাইনি কখনো মান-মর্যাদা,
সুখটুখ কাকে বলে বুঝিনিরে দাদা!
আদর সোহাগ পেলে পেতাম সুপথ!
বুক পেতে নিবো কত দুঃখ স্রোত।


বসের আদেশে কত করেছি মিছিল,
পথটা যদিও ছিল, অনেক পিচ্ছিল!
বুঝ ছিল, এটাই বুঝি জীবনের রথ!
বুক পেতে নিবো কত দুঃখ স্রোত।