ভিন্ন এক জীবনের অবশেষ ভেসে গেলে রক্তহ্রদে
স্বপ্ন কি তখনো ইশারায় ডাকবে মখমলী শয্যায়?
ময়দান যখন রক্তবর্ণ ধারণ করবে মানুষের খুনে,
তখন কি ভালোবাসার শক্তি থাকবে দর্পিত হতে?
এখন কল্পনার সরোবরে সিনানের সময় কোথায়?
রক্ত ঘর্ম মিলেমিশে সৃষ্টি করে ভিন্ন স্বাদের মিশ্রণ;
খন্ডিত পৃথিবী ছাড়ে হুঙ্কার, সমঝোতার নামে চলে
রঙ্গ প্রদর্শন! শর্তের আড়ালে চলে অক্ষমার্হ ধৃষ্টতা!


কালক্ষেপণে সৃষ্টি হবে বিশ্বময় বেশুমার ধ্বংসস্তূপ!
অদৃশ্য হবে নারী-শিশু-প্রৌঢ়ের অগণ্য খাস্তা লাশ!
ষোড়শীর শরীরে স্ফুরিত হবে অনাহূত কালশিটে!
চূর্ণ কার্ণিশে বসবে না আর গানের পাখিরা নির্ভয়ে।
রচিত হবে মানবতার পরাজয়ের ধিকৃত উপাখ্যান!
উত্তরকালে অভিশাপ দিবে পঙ্গু জ্ঞাতি করুণ সুরে!