শাপলা-শালুর এই দেশে
শিশির ভেজা সবুজ ঘাসে
আস্থায় ভরা সতেজ শ্বাসে
আসবো আবার বীরবেশে।

সেদিন তুমি থাকবে পাশে
স্বপন মাখানো ভালোবেসে,
পূর্ণিমা চাঁদ রইবে আকাশে
হাতে রেখো হাত বিশ্বাসে।

জনপদে শিশু উঠবে হেসে
গাইবে সবাই মিলে-মিশে,
দুলবে কাশ মন্থর বাতাসে
রবে না দুঃখ কোন বাসে।

মিথ্যা পালাবে সত্যের চাষে
জমবে পালাপার্বন অবকাশে,
পরিণত হবে না কেউ দাসে
কতই না স্বপ্ন, চোখে ভাসে।