শান্তির সমাধি হবে কুলীনের কাননে!
ফুটবে রক্ত গোলাপ, সভ্যতার গর্ভে!
সমর্পিত উচ্চ শিরে বিলাসের আবরণ!
ভোগের ছাড়পত্রে থাকে স্বপ্নের বিবরণ!


সুনীতি রুগ্ন হয়ে সমাজে ত্যাজ্য হবে
কামনার বিষে বিষে বিষাক্ত হবে ঘর!
শান্তির(!) অনলে জ্বলে কুমারীর সম্ভ্রম!
তবুও কাটে না ঘোর, কাটে না বিভ্রম!


আপনারে কোরে পুজা তৃপ্তির পাবে স্বাদ
বিধাতা বনবে রাজা, স্ততি গা’বে পারিষদ;
কল্যাণী কর্ম বীর হয়ে যাবে বরবাদ্,
ললাটে লিখা হবে ঘৃণীত অপবাদ!


সাজার বিধান হবে তার তরে অবসান
যার মুখে শোভা পাবে আঁধারের গুণ-গান!
জবানে লাগাম দিয়ে ঘাড়ে হবে সওয়ার
বিচলিত হলে পাবে প্রহরীর প্রহার!


সুখের বার্তা নিয়ে আকাশে জ্বলবে তারা
নগ্ন বিনোদীরা জমিনে বিলাবে সুরা!
এমন আরণ্য ভূমি হবে যবে জনপদ
গর্বিত “মানুষ” হবে তখনই নিরাপদ?