এই কি আমার সেই বাংলাদেশ!
যেখানে সকাল হতো শিউলী গাঁদায়;
রাখালী বাঁশির সুরে দুপুর গড়িয়ে শেষে
বিকেল মিশতো গিয়ে কাঁঠালীচাঁপার সন্ধায়।


এই কি আমার সেই বাংলাদেশ!
যেখানে সোনালী রোদ ছুঁয়ে যেত প্রান্তর;
যেখানে মাতাল হতো বৃষ্টিতে ভেজা শিশু-কৈশর,
যেখানে পাগলা হাওয়া এলো মেলো করে দিত অন্তর।


এই কি আমার সেই বাংলাদেশ!
যেখানে চাঁদনী রাতে জমতো আসর;
যেখায় হাস্নাহেনা গেঁথে যেত বকুল মালা
সোহাগী গড়তো যেথা স্বপ্নময় সুখের বাসর।


এই কি আমার সেই বাংলাদেশ!
যেখানে শিশির কণা ছড়াতো মুক্তোদানা;
যেখানে রজনীরা এসে বলে যেত কানে কানে
নিশীথে এসে সখী আঁকবো তোমার মনে আল্পনা।


এই কি আমার সেই বাংলাদেশ!
যেথা সোনার তরী শষ্য আনতো ভরি;
দখিনা বাতাসে যেথা আঁচল উড়াতো মিতা,
সহসা সখাকে দেখে লুকাতো চন্দ্রমুখী শরমে মরি!


এই কি আমার সেই বাংলাদেশ!
আবেগীরা বলতো কত হৃদয়ের কথা;
মায়ের মমতায় যেথা মিটতো মনের ব্যথা,
আনন্দঘন সেই সোনালী দিনগুলো হরালো কোথা?