“শরীরে এমন একটা মাংসের টুকরো আছে,
যদি সেটা সংশোধিত হয়ে যায়-
তাহলে পুরো শরীর সুস্থ হয়ে যায়;
কিন্তু, যদি সেটা নষ্ট হয়ে যায়-
তাহলে পুরো শরীরই নষ্ট হয়ে যায়!
আর সেই মাংসের টুকরোটি হলো হার্ট বা অন্তর।”


ইসলামে বলা হয়-
আল্লাহ্’র প্রশংসা করবে সব সময়।
কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে তাঁর কাছে,
যা কিছু তিনি করেছেন দান, সেই কারণে।
পরীক্ষা-নিরীক্ষার ফলাফলে প্রকাশ-
আল্লাহ্’র প্রশংসাকারী ও কৃতজ্ঞতাপ্রকাশকারী
নিজের ডি, এন, এ’র পাশাপশি অন্যের
ডি, এন, এ কেও প্রভাবিত করে,
করে তুলে সুস্থ-সতেজ!


আল্লাহ্তা’লার প্রশংসা ও কৃতজ্ঞতা
প্রকাশ করতে হবে শুধু স্বীয় কল্যাণ তরে,
আল্লাহ্’র জন্য সেখানে কোন কল্যাণ নেই।
কারণ, আল্লাহতা’লা কারো মুখাপেক্ষী নন।


(-সহীহ আল-বুখারী, ৫২)