অপকৌশলের প্রয়োগ-আধিক্যে
সবকিছু হারায় তার নান্দনিকতা;
যেখানে থাকে শুধুই, মিথ্যা ছল্!
জনতা পায়না মোটেই যথার্থতা!
বিলাসীচেতনা হাসে মহাখুশিতে,
ছন্দ বিলিয়ে দ্বন্দ্বকে ধ্বংস করে;
সঙ্কট মোচন করে, জয়ীর বেশে-
সম্রাটের মত করে প্রাসাদ গড়ে।


আসলে বর্জ্যের মত গন্ধ ছড়ায়!
সুখের জনপদে অশান্তি বাড়ায়!
অমরত্মের স্বপ্ন দেখে সন্তুষ্ট হয়!
তাইতো পায়না মনে কোন ভয়!
উদগ্র বাসনা যত হৃদয়ে সাজায়
আলোর মতন, আলেয়া দেখায়!